CIGC College Header
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ

অধ্যক্ষ মহাদয়ের বাণী

মোঃ মোজাম্মেল হক
মোঃ মোজাম্মেল হক
নদীর তীর ঘেষে সবুজেঘেরা তাড়াশ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বিদ্যাপিঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ। প্রতিদিন সকাল ৯.০০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম শুরু হয়। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে হাজার হাজার ছাত্র-ছাত্রী তাদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করার লক্ষ্যে মাদ্রাসা প্রশাসন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম হিসাবে কলেজে রোভার স্কাউট, বিএনসিসি এবং যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম চলমান রয়েছে যেখানে শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশের ভাষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস-ঐতিহ্য জানতে অত্র কলেজে সুসজ্জিত একটি কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে এ লাইব্রেরীতে “মুজিব কর্ণার ” স্থাপন করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর কর্ম ও জীবন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও বাংলাদেশ সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে। ভাষা শহীদদের অবদান স্মরণে রাখতে নতুন শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান যুগের চাহিদা বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেয়া এবং এ লক্ষ্যে বিজ্ঞানের সকল কাজের জন্য স্বয়ংসম্পন্ন ল্যাবরেটরি এবং আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে। কলেজের ওয়েবসাইট নতুনভাবে তৈরীতে যারা অবদান রেখেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কলেজের ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ভাল সুফল পাবে এ প্রত্যাশা কামনা করছি।

Looking For More Information?

চলনবিল আইডিয়াল সরকারি কলেজ

যেকোনো প্রয়োজনে কল করুন অথবা যোগাযোগ করুন

স্মার্ট ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়

চলনবিল আইডিয়াল সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কলেজ। কলেজটি তাড়াশের বাসিন্দাদের জন্য গর্বের প্রতীক।

মোবাইল অ্যাপ শীঘ্রই আসছে . . . . . . . .

যোগাযোগ

চলনবিল আইডিয়াল সরকারি কলেজ

Copyright © All Rights Reserved by চলনবিল আইডিয়াল সরকারি কলেজ- 2024
Scroll to Top