কলেজের সংক্ষিপ্ত ইতিহাস
হোম » কলেজের সংক্ষিপ্ত ইতিহাস
বারুহাস ইউনিয়নের বিনোদপুর ও চকমির্জাপুর এর মাঝে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ এই কলেজের প্রতিষ্ঠাতা ড: মো হোসেন মুনছুর এই কলেজ স্বাপিত হয় ২০০৯ সালে । এই কলেজের অধ্যক্ষ মো মোজাম্মেল হক। ও মো মোক্তার হোসেন মুক্তা প্রতিষ্ঠাতা সদস্য সচিব অত্র কলেজ। এই ইউনিয়নে আর কোন কলেজ না থাকায় এখানে অনেক ছাত্র ও ছাত্রী ভর্তি হয়। এখানে পড়াশোনার মান অনেক উন্নত।
সংক্ষিপ্ত ইতিহাস শেয়ার