গ্রামঃ চকমির্জাপুর-বিনোদপুর, ডাকঘরঃ বিনসাড়া, তাড়াশ, সিরাজগঞ্জ

স্থাপিতঃ ২০০৯ খ্রিঃ | জাতীয়করণঃ ২০১৮ খ্রিঃ | EIIN: 134354 | Institute Code (Board): 4075
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ

এইচএসসির ফল কাল, ঘরে বসেই জানবেন যেভাবে

*** এইচএসসির ফল কাল, ঘরে বসেই জানবেন যেভাবে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী রোববার (২৬ নভেম্বর)। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফল পাবেন। ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। রোববার এসব তথ্য জানিয়ে প্রতিষ্ঠান প্রধান ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে ঢাকা বোর্ড।

 

বোর্ডে জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবেন। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন- ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

গত ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। ১১ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

এরপর রীতি অনুযায়ী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে একাধিক তারিখে সময় চাওয়া হয়। প্রধানমন্ত্রী তার সুবিধামতো একটি নির্দিষ্ট তারিখে সম্মতি দিলেই চূড়ান্ত হয় ফল প্রকাশের দিনক্ষণ।

নোটিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য

নোটিশ পিডিএফ ডাউনলোড

শেয়ার করুন

Looking For More Information?

Bangamata Sheikh Fajilatunnesa Mujib Ideal Government College

যেকোনো প্রয়োজনে কল করুন অথবা যোগাযোগ করুন

স্মার্ট ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কলেজ। কলেজটি তাড়াশের বাসিন্দাদের জন্য গর্বের প্রতীক।

মোবাইল অ্যাপ শীঘ্রই আসছে . . . . . . . .

যোগাযোগ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ

Copyright © All Rights Reserved by বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ- 2024
Scroll to Top