একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
শিক্ষাবর্ষ : ২০২৪-২০২৫
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ
EIIN : 134354
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৪ অনুযায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল সরকারি কলেজ একাদশ শ্রেণিতে বিজ্ঞান / মাণবিক / ব্যবসায় বিভাগে ভর্তি করা হবে। যে কোন শিক্ষা বোর্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 1.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে । বিভাগ সকল ভার্সন বাংলা আসন সংখ্যা আলাদা ভাবে 150 ন্যূনতম জিপিএ 1.00 ২৬/০৫/২০২৪ খ্রি. (রবিবার) থেকে ১১/০৬/২০২৪ খ্রি. (মঙ্গলবার) তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে । অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd। এস.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে। ভর্তির ফলাফল ৩টি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে। একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীকে নিজেই অন-লাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫/- (তিন শত পঁয়ত্রিশ) টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।